Sunday, 19 March 2023

দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া ইউনুস এর ফজিলত, Dua Yunus Bangla

দোয়া ইউনুস এটা সম্পূর্ণ বিপদ থেকে মুক্তি পাওয়া দোয়া যখন ইউনুস আলাইহি ওয়া সাল মাছের পেটে দিলেন তখন এই দুয়া পরে আল্লাহর কাসে ক্ষমা প্রার্থনা করেন
দুআ ইউনুসের কিস গোনাগন ও ফজিলত বর্ণনা করা হলো

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।

দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া ইউনুস এর ফজিলত,Dua Yunus, দোয়া ইউনুস

Dua Yunus Bangla দোয়া ইউনুস বাংলা উচ্চারণ


লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।

(দুয়া ইউনুসের বাংলাঅনুবাদ)

আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী।

 -সূরা আল আম্বিয়া: ৮৭

দুয়া ইউনুসের ফজিলতঃ

দুয়া ইউনুসের ফজিলতঃ ১ 

এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮


দুয়া ইউনুসের ফজিলতঃ ২

হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫


দুয়া ইউনুসের ফজিলতঃ৩

হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮


দুয়া ইউনুসের ফজিলতঃ৪

হজরত সা’দ ইবনে আবি ওক্কাস রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা-ইলাহা ইল্লা....। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন। [তিরমিজি-৩৫০৫, সুনানে কাবুরা-১০৪৯২, মুসনাদে আহমদ-১৪২ ও রূহুল মাআনি-৮/১০৯]


দুয়া ইউনুসের ফজিলতঃ৫

হজরত ইবনে আবি হাতেম রহ. নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবূল করা হয়। কারণ এ আয়াতের শেষে আল্লাহ তায়ালা বলেছেন, وكذلك ننجى المؤمنين অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।


দুয়া ইউনুসের ফজিলতঃ৬. 

ইবনে জারির তাবারি রহ. একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে, যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবূল করা হয়, এবং এই নামের উছিলায় কিছু চাওয়া হলে তা দেয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনুস


দুয়া ইউনুসের ফজিলতঃ৭

হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রসূলাল্লাহ! এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিস সালামেরই বৈশিষ্ঠ্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি, ونجينه من الغم وكذلك ننجى المؤمنين (অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।) অতএব যে কোনো ব্যক্তিই এইভাবে দোয়া করবে আল্লাহ তায়ালা সে দোয়া কবূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।


দুয়া ইউনুসের ফজিলতঃ ৮. 

হজরত ইবনে আবি হাতিম রহ. হজরত কাসির ইবেন সা’দ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহ. কে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আযম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাইলে তা দেয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাতুষপুত্র! তুমি কি আল্লাহর এই বানীটি পড়নি? অতপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সে ইসমে আযম, যার দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেয়া হয়। [তাফসিরে ইবনে কাসির:৩/৩৯৫-৩৯৬]


দুয়া ইউনুসের ফজিলতঃ৯

এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনাহ মাফ করে দেয়া হবে। [হিসনে হাসিন-২৪১]


আরবি দোআ: একবার পড়বে

 لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ   

বাংলা উচ্চারণ :  লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন। 

বাংলা অর্থ : তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। 

তুমি পুত-পবিত্র, অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম। [সুরা আম্বিয়া-৮৭]




দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া ইউনুস এর ফজিলত,Dua Yunus, দোয়া ইউনুস


  • দোয়া ইউনুস
  • dua yunus bangla
  • dua yunus
  • la ilaha illa anta subhanaka inni kuntu bangla
  • dua ইউনূস
  • দোয়া ইউনুস বাংলা
  • doya yunus bangla
  • দোয়া ইউনুস সম্পূর্ণ
  • দোয়া ইউনুস বাংলা উচ্চারণ
  • dua yunus bangla meaning
  • dua yunus in bangla
  • doa yunus in bangla
  • দোয়া ইউনুস বাংলায়
  • দোয়া ইউনূস
  • দোয়া ইউনুস এর ফজিলত

Ayatul Kursi Bangla আয়াতুল কুরসি বাংলা

 আয়াতুল কুরসী বাংলায় অনুবাদ সহ আরবিতে পিকচার ও টেক্সট সহ দেয়া হলো

আয়াতুল কুরসী এমন এক আয়াত যার গোনাগন বলেশেষ করার মতো নয়
তবে কিস ফজিলত ও গোনাগন উল্লেখ করা হলো জানার জন্য নিচে সম্পূর্ণ দেখোন

Ayatul Kursi Bangla

Ayatul Kursi Bangla Anubad shoho, আয়াতুল কুরসি বাংলা অনুবাদ সোহো

Ayatul kursi bangla onubad shoho picture o text shoho deya holo
Ayatul kursi amon ak ayat jar gonagon boleshesh korar moto noy
tobe kiso fojilot o gonagon ollekh kora holo janar jonno niche shompurno dekhon
Ayatul kursi bangla meaning


Ayatul Kursi Bangla Anubad shoho, আয়াতুল কুরসি বাংলা অনুবাদ সোহো


Ayatul Kursi Bangla Anubad shoho, আয়াতুল কুরসি বাংলা অনুবাদ সোহো


আয়াতুল কুরসী 
আয়াতুল কুরসী (আরবি: آية الكرسي ‎) হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াতটি। এটি কোরআন শরীফের সবচেয়ে প্রসিদ্ধ আয়াত এবং ইসলামিক বিশ্বের এটি ব্যাপকভাবে মুখস্ত করা হয়। এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতার কথা বর্ণনা করে।

নবী মুহাম্মদ (সা•) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেহ পাঁচ ওযাক্ত নামাজের পর সঙ্গে সঙ্গে আয়তুল কুরসি পাঠ করবেন তার আর জান্নাতের মাঝে ব্যবধান থাকল মৃত্যু। অর্থাৎ মৃত্যু হলেই তিনি জান্নাতে যাবেন।

আয়াতুল কুরসি  আরবীতেঃ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ


اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ [٢:٢٥٥]

আয়াতুল কুরসি বাংলা উচ্চারনঃ Ayatul Kursi Bangla ochcharon
 
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় আল্লাহর নামে

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুমু লা তা খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াশ ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।


আয়াতুল কুরসি বাংলা অনুবাদঃ Ayatul Kursi Bangla Anubad

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]

 
Ayatul Kursi Fazilat in Bangla আয়াতুল কুরসির ফজিলতঃ

১। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০,০০০
ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।



আয়াতুল কুরসির ফজিলতঃ ২। 

এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।

আয়াতুল কুরসির ফজিলতঃ৩। 

এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

আয়াতুল কুরসির ফজিলতঃ৪। 

ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্য
একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য। এবং
মৃত্য আযাব এতই হালকা হয়; যেন একটি পিপড়ার কামড়।

আয়াতুল কুরসির ফজিলতঃ৫। 

ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।(সহীহ হাদিস) 

আয়াতুল কুরসির ফজিলতঃ৬।

 জান্নাতের দরজা: আবু উমামা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল নুরে মুজাসসাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। [নাসায়ী] 


আয়াতুল কুরসির ফজিলতঃ৭। 

হজরত আলী রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে,প্রতিবেশির ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। [সুনানে বায়হাকী]


আয়াতুল কুরসির ফজিলতঃ৮। 

মর্যাদাসম্পন্ন মহান আয়াত: আবু জর জুনদুব ইবনে জানাদাহ রা. রাসূল সা.-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সা. ! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সা. বলেছিলেন, আয়াতুল কুরসী। [নাসায়ী]


আয়াতুল কুরসির ফজিলতঃ৯। 

উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সা: উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজীদের কোন আয়াতটি সর্ব মহান? তিনি বলেছিলেন, (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূম) তারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন: আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। [সহীহ মুসলিম]


আয়াতুল কুরসির ফজিলতঃ১০। 

যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিপড়ার কামড়ের সমানঃ
একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান ও পরাক্রমশালী আল্লাহ্ আত্নাকে বলেন, “বেরোও।” সে বলে, “না আমি স্বেচ্ছায় বেরোব না।” 


আল্লাহ বলেন, “অনিচ্ছায় হলেও, বেরোও।”
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- যখন মু’মিন-বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সাথে দু’জন ফেরেশতা দেখা (অর্থাৎ তা গ্রহণ) করে এবং তা নিয়ে দু’জনই ঊর্ধ্বে আরোহন করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ! তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করছিলে, তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক।” অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়; তারপর তিনি বলেন, “তাকে শেষ সময়ের (অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত) জন্য নিয়ে যাও।”


পক্ষান্তরে কাফিরের আত্না যখন বেরোয়, তখন এর দুর্গন্ধ ও অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমণ ঘটেছে।” আর এর সম্বন্ধে বলা হয়-“শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও।”.


হযরত আজরাঈল (আ) যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যু পূর্ব মুহুর্তে কষ্ট হবেই। তবে মহান আল্লাহ তায়ালার মমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি।

Ayatul Kursi Bangla Anubad shoho, আয়াতুল কুরসি বাংলা অনুবাদ সোহো


দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া পড়ার জন্য ক্লিক করুন

  • ayatul kursi bangla
  • ayatul kursi bangla onubad
  • ayatul kursi bangla anubad
  • aytul kursi bangla
  • ayatul kursi bangla meaning
  • ayatul kursi in bangla
  • ayatul kursi bangla dua
  • ayatul.kursi bangla
  • aitul kursi bangla
  • ayat al kursi bangla
  • ayat ul kursi bangla
  • ayat kursi bangla
  • ayatul kusri bangla

Tuesday, 14 March 2023

সুরা কাহফ এর ফজিলত

সূরা কাহফ কুরআনের 18তম অধ্যায় এবং এটি কুরআনের সবচেয়ে পুণ্যময় অধ্যায়গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এটি একদল যুবকের গল্প বলে যারা নিপীড়ন থেকে বাঁচতে একটি গুহায় আশ্রয় চেয়েছিল এবং কীভাবে তারা অলৌকিকভাবে আল্লাহর দ্বারা সুরক্ষিত ছিল।


এখানে সূরা কাহাফের কিছু ফজিলত তুলে ধরা হলো:


শুক্রবারে সূরা কাহাফ পড়া: শুক্রবারে সূরা কাহাফ পাঠ করা অত্যন্ত বাঞ্ছনীয়। নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি শুক্রবারে সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তার অন্তরকে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত আলোয় আলোকিত করবেন।"


দাজ্জাল (খ্রিস্টবিরোধী) থেকে সুরক্ষা: সূরা কাহাফ দাজ্জালের পরীক্ষা এবং ফিতনা থেকে সুরক্ষা প্রদান করে। নবী মুহাম্মদ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের হাত থেকে রক্ষা পাবে।"


বরকত ও পুরস্কার: সূরা কাহাফ পাঠ করা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ও পুরস্কারের উৎস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে।


নির্দেশনা ও প্রজ্ঞা: সূরা কাহাফ ঈমানদারদের জন্য নির্দেশনা ও প্রজ্ঞা প্রদান করে। এটি আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে, প্রতিকূলতার মুখে ধৈর্য ধরতে, নম্র হতে এবং জ্ঞান ও বোঝার অন্বেষণ করতে শেখায়।


সামগ্রিকভাবে, সূরা কাহফ কুরআনের একটি অত্যন্ত পুণ্যময় অধ্যায় যা যারা এটি পাঠ করে এবং এর অর্থ সম্পর্কে চিন্তা করে তাদের জন্য অসংখ্য উপকার প্রদান করে।



দোয়া ইউনুস সম্পূর্ণ, বিপদ মুক্তির দোয়া, দোয়া ইউনুস এর ফজিলত, Dua Yunus Bangla

দোয়া ইউনুস  এটা সম্পূর্ণ বিপদ থেকে মুক্তি পাওয়া দোয়া যখন ইউনুস আলাইহি ওয়া সাল মাছের পেটে দিলেন তখন এই দুয়া পরে আল্লাহর কাসে ক্ষমা প্রার্থনা ...